• Oct 17 2024 - 09:16
  • 83
  • : Less than one minute

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে কাতারকে হারিয়েছে ইরান

ইরান জাতীয় ফুটবল দল মঙ্গলবার দুবাইয়ের রশিদ স্টেডিয়ামে কাতারকে ৪-১ গোলে হারিয়েছে।

ইরান জাতীয় ফুটবল দল মঙ্গলবার দুবাইয়ের রশিদ স্টেডিয়ামে কাতারকে ৪-১ গোলে হারিয়েছে। ইরানের এই জয়কে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ এ-তে একটি গুরুত্বপূর্ণ জয় হিসেবে দেখা হচ্ছে।

ম্যাচের ১৭তম মিনিটে কাতারের আলমোয়েজ আলী প্রথম গোলটি করেন। তবে ৪২তম মিনিটে ইরানের সরদার আজমাউন ইরানের হয়ে প্রথম গোল দিয়ে সমতা ফিরিয়ে আনেন।

কাতার গোলরক্ষক মেশাল বর্ষামের ভুলের কারণে আজমাউনের মাত্র তিন মিনিট সময় লাগে।
এরপর ৬৬ মিনিটে মোহাম্মদ মোহেব্বির গোলে সহায়তা করেন তিনি।

ইরানের বিকল্প খেলোয়াড় আলিরেজা জাহানবখশ এবং শাহরিয়ার মোঘানলু গোল করলেও অফসাইডের কারণে তাদের গোল বাতিল হয়ে যায়।মোহেব্বি স্টপেজ টাইমে এরিয়ার ভিতরে মাথা দিয়ে গোল পাস করেন।

টিম মেল্লি ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-তে শীর্ষে উঠে আসে। এরআগে দিনের শুরুতে উজবেকিস্তান সংযুক্ত আরব আমিরাতকে ১-০ গোলে পরাজিত করে। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: