২০০০ এর বেশি বন্দীর সাজা মওকুফ কিংবা কমিয়ে দিলেন সর্বোচ্চ নেতা
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী কারাবন্দি দুই হাজারের বেশি অপরাধীর সাজা মওকুফ কিংবা কমিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী কারাবন্দি দুই হাজারের বেশি অপরাধীর সাজা মওকুফ কিংবা কমিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন।
মহানবী হযরত মুহাম্মদ (স) এর পবিত্র জন্মদিন বা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তিনি আজ (সোমবার) এই ঘোষণা দেন। আগামীকাল শিয়া মুসলমানরা মহানবী (স) এর পবিত্র জন্মদিন উদযাপন করবেন। একইদিন শিয়া মাযহাবের ষষ্ঠ ইমাম জাফর সাদেক (আঃ) এর জন্মদিন উদযাপিত হবে।
এর আগে ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন এজেই ২২৪০ কারাবন্দীর সাজা মওকুফ কিংবা কমিয়ে দেয়ার জন্য ইরানের সর্বোচ্চ নেতার কাছে সুপারিশ করেন।
তিনি বলেন, এসব ব্যক্তি সাজা মওকুফ কিংবা কমিয়ে দেয়া অথবা প্যারোলে মুক্তি পাওয়ার জন্য যোগ্য।এসব ব্যক্তি ইরানের বিভিন্ন আদালতে নানা অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।ইরানে মুসলিম বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসের প্রাক্কালে সর্বোচ্চ নেতা বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত কারাবন্দিদেরকে অথবা সাজার মেয়াদ কমিয়ে দেন।
ইরানের সংবিধানের ১১০ নম্বর ধারা অনুসারে বিচার বিভাগের প্রধানের অনুরোধক্রমে সর্বোচ্চ নেতা বন্দিদের মুক্তি অথবা সাজার মেয়াদ কমিয়ে দেয়ার পদক্ষেপ নিতে পারেন।#
পার্সটুডে
.