• Dec 4 2022 - 12:19
  • 85
  • : Less than one minute

১ লাখ ৬০ হাজার প্রতিবন্ধীকে ঘর দেবে ইরান

আগামী তিন বছরে প্রায় ১ লাখ ৬০ হাজার আবাসন ইউনিট প্রতিবন্ধী ব্যক্তিদের দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের কল্যাণ সংস্থার প্রধান আলি-মোহাম্মদ গাদেরি।খবর বার্তা সংস্থা ইরনার।

আগামী তিন বছরে প্রায় ১ লাখ ৬০ হাজার আবাসন ইউনিট প্রতিবন্ধী ব্যক্তিদের দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের কল্যাণ সংস্থার প্রধান আলি-মোহাম্মদ গাদেরি।খবর বার্তা সংস্থা ইরনার।তিনি বলেছেন, বর্তমানে দেশে ১ লাখ ৬০ হাজার প্রতিবন্ধী ব্যক্তি নিজেদের জন্য একটি আবাসিক ইউনিটের ব্যসস্থা করতে সক্ষম নয়। তাই এজেন্ডায় তাদের জন্য আবাসনের বিধান রাখা হয়েছে।
 
কল্যাণ সংস্থা এর আগে ঘোষণা করে, মোস্তাজাফান ফাউন্ডেশনের সাথে দুটি প্রতিবন্ধী শিশু সহ একটি পরিবারের জন্য ৪ হাজার আবাসন ইউনিট নির্মাণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
 
গাদেরির মতে, মোট ১৪ হাজার ৩শটির মধ্যে আড়াই হাজারটি আবাসন ইউনিট এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে, এবং আরও ৩ হাজার ৩শটি অদূর ভবিষ্যতে সম্পন্ন হবে।
কল্যাণ সংস্থার পরিসংখ্যান মতে, ইরানে ১৭ লাখ ১০ হাজার ৪৭৫ জন প্রতিবন্ধী রয়েছে। সূত্র: তেহরান টাইমস।
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: