১০ বছরে ইরান থেকে সর্বোচ্চ তেল আমদানির রেকর্ড চীনের
ইরান থেকে চীনের তেল আমদানি আগস্টে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ইরান থেকে চীনের তেল আমদানি আগস্টে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে চালান প্রতিদিন দেড় মিলিয়ন ব্যারেলে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। ২০১৩ সালের পর থেকে যা সর্বোচ্চ। ডেটা ইন্টেলিজেন্স ফার্ম কেপলারের পূর্বাভাস উদ্ধৃত করে এই খবর জানিয়েছে ব্লমবার্গ।
কেপলারের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি-জুলাই মাসে চীন গড়ে ৯ লাখ ১৭ হাজার বিপিডি ইরানি তেল আমদানি করেছে।
ব্লুমবার্গ বলেছে, ইরান এই বছর তেল রপ্তানি বাড়িয়েছে কারণ এটি আরও ভূ-রাজনৈতিকভাবে দৃঢ় হয়ে উঠেছে, বেশিরভাগ চালান চীনে যাচ্ছে।
প্রতিবেদন মতে, ইরানের দুটি প্রধান গ্রেড বর্তমানে ব্রেন্টের তুলনায় ব্যারেল প্রতি ১০ ডলারের বেশি ছাড়ে লেনদেন করছে, যা রাশিয়ান জাতের তুলনায় সস্তা। সূত্র: তেহরান টাইমস।
.