• Dec 19 2023 - 08:58
  • 41
  • : Less than one minute

হুথি আনসারুল্লাহ ইসরাইলের মূল চালিকা শক্তিকে চাপে ফেলেছে: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি বলেছেন, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন ইসরাইলে জাহাজ চলাচল সীমিত করে দখলদারদের মূল চালিকা শক্তিকে চাপের মুখে ফেলে দিয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি বলেছেন, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন ইসরাইলে জাহাজ চলাচল সীমিত করে দখলদারদের মূল চালিকা শক্তিকে চাপের মুখে ফেলে দিয়েছে।

তিনি আজ (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স' বা সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন।

আলী শামখানি আরও বলেছেন, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে। যারাই ইয়েমেনের এই পদক্ষেপে বাধা দিচ্ছে তারাই গাজায় ফিলিস্তিনি শিশু হত্যায় নিজেদেরকে সরাসরি সম্পৃক্ত করছে।

গাজায় ইসরাইলি গণহত্যা অব্যাহত থাকায় লোহিত সাগরের বাবেল মান্দেব প্রণালী দিয়ে ইসরাইল-অভিমুখী জাহাজগুলোর চলাচলে বাধা সৃষ্টি করে চলেছে ইয়েমেনের স সামরিক বাহিনী।

বিশ্বের ৪০ শতাংশ বাণিজ্য হয় বাবেল মান্দেব প্রণালী দিয়ে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগ করেছে এই প্রণালী।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: