হাসপাতাল নির্মাণে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ ইরান
ইরানের শহীদ বেহেশতি ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সেসের চ্যান্সেলর ড. অধ্যাপক আলীরেজা জলি জানিয়েছেন, হাসপাতাল নির্মাণ, সজ্জিতকরণ এবং সংস্কারের ক্ষেত্রে ইরানের ব্যবস্থাপনা খুব উন্নতমানের।
ইরানের শহীদ বেহেশতি ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সেসের চ্যান্সেলর ড. অধ্যাপক আলীরেজা জলি জানিয়েছেন, হাসপাতাল নির্মাণ, সজ্জিতকরণ এবং সংস্কারের ক্ষেত্রে ইরানের ব্যবস্থাপনা খুব উন্নতমানের।
তিনি বলেন, হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে ইসলামিক প্রজাতন্ত্র ইরান বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ। এক্ষেত্রে ইরানি প্রকৌশলীদের উচ্চ প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা রয়েছে। পার্সটুডে জানিয়েছে, ইরানে প্রায় ১,১০০টি সক্রিয় হাসপাতাল রয়েছে, যার ৭০% সরকারি হাসপাতাল।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, আর্মেনিয়া, তাজিকিস্তান, ওমান ও বাহরাইনসহ দক্ষিণ পারস্য উপসাগরীয় দেশগুলোর নাগরিকরা চিকিৎসাসেবা নিতে নিয়মিত ইরান সফরে আসছেন।
উল্লেখ্য, ইরানের হাসপাতালগুলোতে ব্যবহৃত প্রায় ৯০ শতাংশ চিকিৎসা সরঞ্জাম দেশীয়ভাবে তৈরি করা হয়।
চলতি বছরের ১২ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আহমেদ মোসলেমি জানান, পরিমাণ ও বৈচিত্র্য উভয় দিক থেকেই চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে ইরান পশ্চিম এশিয়ায় প্রথম স্থান অধিকার করেছে। প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ইরানের তৈরি মেডিকেল ডিভাইসের বছরে ৪০টি দেশে রপ্তানি করা হয়।#
পার্সটুডে
.