• May 14 2023 - 06:03
  • 61
  • : Less than one minute

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আলো ছড়াচ্ছেন ইরানি গণিতবিদ তুর্কমান

ইরানের মেধাবী গণিতবিদ মরিয়ম মির্জাখানির পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বিশুদ্ধ গণিতে পিএইচডি করা দ্বিতীয় ইরানি নারী টিনা তুর্কমান।

ইরানের মেধাবী গণিতবিদ মরিয়ম মির্জাখানির পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বিশুদ্ধ গণিতে পিএইচডি করা দ্বিতীয় ইরানি নারী টিনা তুর্কমান। তিনি ফিল্ডস মেডেল বিজয়ী প্রফেসর কার্টিস ম্যাকমুলেনের তত্ত্বাবধানে হাইপারবোলিক পৃষ্ঠের জিওডেসিক প্রবাহের উপর ডক্টরেট থিসিস করেছেন।

তুর্কমান ২০১৭ সালে তেহরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে গণিতে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন এবং একই বছরে তিনি সরাসরি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গণিত ডক্টরাল প্রোগ্রামে গৃহীত হন।

২০১২ সালে টিনা তুর্কমান জাতীয় গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক লাভ করেন এবং ২০১৩ সালে তিনি বিশ্ব গণিত অলিম্পিয়াডে রৌপ্যপদক জিতেন।

২০১৫ সালে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় তুর্কমানের ঝুলিতে রয়েছে স্বর্ণপদক। সাথে একটি জাতীয় স্বর্ণপদক এবং একটি ব্রোঞ্জপদকও রয়েছে। সূত্র: মেহর নিউজ।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: