• Nov 21 2022 - 12:35
  • 106
  • : Less than one minute

সেরা ছবির পুরস্কার জিতল ‘নাইট অব দ্য ইউনিভার্স’

ইরানি নাটক ‘নাইট অব দ্য ইউনিভার্স’ ১৩তম বাকু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভালের এশিয়ান ট্যালেন্ট বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে।

ইরানি নাটক ‘নাইট অব দ্য ইউনিভার্স’ ১৩তম বাকু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভালের এশিয়ান ট্যালেন্ট বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে।রামিন ফারজানেহ এবং পারিসা সেদাইজার পরিচালিত ছবিটি একজন পুরুষ এবং একজন নারীর গল্প তুলে ধরেছে। তারা তীব্র শীতের আবহাওয়ায় নিজেদের বাড়িতে গ্যাস সংযোগ করার চেষ্টা করে।এই বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আফগানিস্তানের নাজিলা আজিজি। চলচ্চিত্র ‘নুন’ এর জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।বৃহস্পতিবার আজারবাইজান প্রজাতন্ত্রের রাজধানীতে বাকুতে আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভালের বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে উৎসবের পর্দা নামে।লিথুয়ানিয়ার সাউলিয়াস বারাডিনস্কাসের ‘টেকনো, মামা’ আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় সেরা চলচ্চিত্রের জন্য গোল্ডেন ডালিম জিতেছে। সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: