সীতাকুণ্ডের দুর্ঘটনায় ঢাকাস্থ ইরান দূতাবাসের শোক
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জনাব আলিপীরী।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জনাব আলিপীরী। তিনি এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার সোনাইছড়ী ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে আমদানিকৃত একটি কন্টেইনার থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে।এতে সাড়ে ৪ শতাধিক মানুষ দগ্ধ ও আহত হয়েছেন।
এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ জন কর্মী প্রাণ হারিয়েছেন। এ ছাড়াও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ১৫ জন।
.