• Dec 10 2023 - 09:25
  • 37
  • : Less than one minute

সিরিয়া-কিউবার সাথে বিজ্ঞান-প্রযুক্তি সহযোগিতা বাড়াবে ইরান

ইরান বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সিরিয়া ও কিউবার সাথে একটি চুক্তিতে পৌঁছেছে।

ইরান বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সিরিয়া ও কিউবার সাথে একটি চুক্তিতে পৌঁছেছে।
ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি উপমন্ত্রী মোহাম্মদ-রেজা মোহাম্মদজাদে আত্তার এবং সিরিয়ার ন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্টস-এর ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ আমের তলাস সোমবার তেহরানে এক বৈঠকে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।
 
বৈঠকে সিরিয়ায় একটি যৌথ বিজ্ঞান ও প্রযুক্তি পার্ক স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
 
কর্মকর্তারা সিরিয়ায় ইরানের বৈজ্ঞানিক সাফল্যের একটি প্রদর্শনী আয়োজন করতেও সম্মত হন। এতে সিরিয়ার শিক্ষার্থীরা ইরান এবং ইরানের বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি এবং উদ্ভাবনের সাথে আরও পরিচিত হতে পারবে।
 
ইরানে পড়তে আসা সিরিয়ার শিক্ষার্থীদের স্নাতকোত্তর এবং পিএইচডি করার জন্য বৃত্তি দেওয়া হবে।
 
ইরান থেকে অধ্যাপকদের পাঠানোর মাধ্যমে সিরিয়ায় ফারসি ভাষার কোর্স শক্তিশালী করারও সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র: তেহরান টাইমস
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: