• Jun 12 2023 - 11:30
  • 56
  • : Less than one minute

সিঙ্গাপুরে এশিয়া কাপে স্বর্ণপদক জিতলেন ইরানি আর্চার

সিঙ্গাপুরে এশিয়া কাপের লেগ থ্রিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের আর্চার মোহাম্মাদ সালেহ পালিযবান বিস্ময়কর পারফরম্যান্স দেখিয়ে স্বর্ণপদক জিতেছেন।

সিঙ্গাপুরে এশিয়া কাপের লেগ থ্রিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের আর্চার মোহাম্মাদ সালেহ পালিযবান বিস্ময়কর পারফরম্যান্স দেখিয়ে স্বর্ণপদক জিতেছেন। 

গতকাল (শনিবার) সিঙ্গাপুরের মুকিত গমব্যাক স্টেডিয়ামে ইরানের এই ২৮ বছর বয়সী অ্যাথলিট চূড়ান্ত পর্বের একক ম্যাচ সফলতার সঙ্গে শেষ করেন। তিনি স্বর্ণপদক জয়ের ক্ষেত্রে ১৪৮ পয়েন্ট স্কোরবোর্ডে জমা করেন।

মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বী মোঃ জোয়াইদী মাজুকি প্রতিযোগিতায় ১৪৭ পয়েন্ট পেয়ে রৌপ্য পদক অর্জন করেন। দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী জায়েওন ইয়াং ব্রোঞ্জ পদক পান। 

এই ইভেন্টের সেমিফাইনালে ইরানের বিজয়ী প্রতিযোগী পালিযবান ভারতীয় প্রতিযোগী প্রিয়ান্‌শকে ১৫০-১৪৬ পয়েন্টে পরাজিত করেন।

সিঙ্গাপুর ২০২৩ এশিয়া কাপের লেগ থ্রি’র প্রতিযোগিতা গত ৫ জুন শুরু হয় এবং ১০ জুন তা শেষ হয়। ছয় দিনের এই ইভেন্টে এশিয়ার ২২টি দেশের ২০০ আর্চার অংশ নেন।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: