সহযোগিতা বিস্তৃত করতে ইরান-তুর্কমেনিস্তান বহুসংখ্যক চুক্তি সই
ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং তুর্কমেনিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার জন্য বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে।
ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি এবং তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট সরদার বারদিমুহাম্মেদভ এসব চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজ (বুধবার) সকালে রাজধানী তেহরানে এসব চুক্তি সই হয়।
প্রেস টিভি জানিয়েছে- রাজনৈতিক, অর্থনীতি, বাণিজ্য, যোগাযোগ ও পরিবহন, বিজ্ঞান, নতুন প্রযুক্তি, পরিবেশ, জ্বালানি, বিচার, শিক্ষা ও গবেষণা এবং পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের জন্য নয়টি সমঝোতা স্মারক সই হয়েছে।
এর আগে আজ সকালেই প্রেসিডেন্ট রায়িসি তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। তুর্কেমেনিস্তানের প্রেসিডেন্ট দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার বিকেলে তেহরান পৌঁছান।
তুর্কেমেনিস্তানের প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম সরদার বারদিমুহাম্মেদভ ইরান সফর করলেন। আগে গত জানুয়ারি মাসে তিনি তুর্কমেনিস্তানের সাবেক প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি হিসেবে তেহরান সফর করেছিলেন। সূত্র: পার্সটুডে
.