• Mar 5 2023 - 12:05
  • 69
  • : Less than one minute

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতির সাথে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি আজ সকালে বাংলাদেশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি রাশেদ খান মেনন এমপি- এর সাথে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশে নিযুক্ত  ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি আজ সকালে বাংলাদেশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি রাশেদ খান মেনন এমপি- এর সাথে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতকালে তাঁরা বাংলাদেশ ও ইরানের পার্লামেন্ট এবং সরকারের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে একমত পোষণ করেন।ইরানে বাংলাদেশের ফলমূল যেমন:আনারস,আম ইত্যাদি রপ্তানি এবং ইরান থেকে সহজে তেল আমদানি করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি বলেন,বাংলাদেশ ও ইরান প্রাচীনকাল থেকেই সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ,ফারসি ভাষা যার অন্যতম নিয়ামক। বৈঠকশেষে উভয়ই দু’দেশের সম্পর্ককে আরও অনন্য উচ্চতায় পৌঁছানোর প্রত্যয় প্রকাশ করেন।

এ সময় ইরান দূতাবাসের দ্বিতীয় সচি জাভেদ আসকারী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক কমরেড সাদাকাত হোসেন খান বাবুল ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: