• Jun 17 2025 - 12:12
  • 16
  • : Less than one minute

সত্যের কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না : আইআরজিসির বিবৃতি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসি'র জনসংযোগ বিভাগ দেশটির জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র ভবন এবং নিউজ নেটওয়ার্কের স্টুডিওতে ইহুদিবাদী ইসরাইলি শাসকগোষ্ঠীর অপরাধমূলক হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসি'র জনসংযোগ বিভাগ দেশটির জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র ভবন এবং নিউজ নেটওয়ার্কের স্টুডিওতে ইহুদিবাদী ইসরাইলি শাসকগোষ্ঠীর অপরাধমূলক হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, নিষ্ঠুর, শিশু-হত্যাকারী এবং নেকড়ে-খেলোয়াড় ইহুদিবাদী ইসলাইলি শাসনব্যবস্থা ইসলামি মাতৃভূমিতে হামলার অপরাধ অব্যাহত রেখে আবারও একটি স্পষ্ট অপরাধ করেছে। প্রতিরোধ মিডিয়া ফ্রন্টের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর মধ্যে একটি, অর্থাৎ ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং কর্পোরেশন বা আইআরআইবির ভবন এবং নিউজ নেটওয়ার্কের স্টুডিওতে সরাসরি আক্রমণ করে সত্য ও জ্ঞানার্জনের প্রতি তার ভয়াবহতা এবং মরিয়া আচরণের গভীরতা প্রদর্শন করেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এই সন্ত্রাসী ও কাপুরুষোচিত কাজটি কেবল একটি মিডিয়া ভবনের উপর আক্রমণ ছিল না বরং 'জনগণের জানার অধিকার', 'তথ্যের স্বাধীনতা' এবং 'সত্যবাদী মিডিয়া'র ওপর একটি স্পষ্ট আক্রমণ ছিল; এমন একটি মিডিয়া যে যুদ্ধের অগ্রভাগে রয়েছে, ফিলিস্তিনি জনগণের উপর নিপীড়নের বর্ণনা দিচ্ছে, দখলদার ইহুদিবাদী সরকারের নির্মম অপরাধ প্রকাশ করছে এবং ইহুদি-পশ্চিমা সংবাদ সাম্রাজ্যের মিথ্যাচার প্রকাশ করছে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: