শিগগিরই ‘নাহিদ’ স্যাটেলাইট মহাকাশে পাঠাবে ইরান
ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী বলেছেন, ইরান শিগগিরই ‘নাহিদ’ নামে আরেকটি দেশীয় তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে।
ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী বলেছেন, ইরান শিগগিরই ‘নাহিদ’ নামে আরেকটি দেশীয় তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে।ইরানভিত্তিক তাসনিম নিউজ এজেন্সির সাথে এক সাক্ষাৎকারে ইসা জারেপুর এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘স্যাটেলাইটটি শিগগিরই উৎক্ষেপণ করা হবে এবং আমরা এই বছর (২০ মার্চ, ২০২৩ সালের শেষের দিকে) এটিকে মহাকাশে পাঠানোর চেষ্টা করছি।’
আইসিটি মন্ত্রী রাশিয়ার সাথে ইরানের মহাকাশ সহযোগিতার বিষয়েও কথা বলেন। তিনি বলেছেন, মহাকাশ ক্ষেত্রে রাশিয়ার সাথে দেশটির যোগাযোগ অব্যাহত রয়েছে। আমরা খৈয়াম স্যাটেলাইটের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সংস্করণ তৈরি করতে যাচ্ছি এবং রাশিয়ার সাথে আমাদের ৪ বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। সূত্র: মেহর নিউজ।
.