• Dec 12 2023 - 09:06
  • 38
  • : Less than one minute

শিগগিরই পারস্য উপসাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী তাড়ানো হবে: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শাহরাম ইরানি জানিয়েছেন, খুব শিগগিরই এই অঞ্চল থেকে মার্কিন বিমানবাহী রণতরীগুলোকে তাড়ানো হবে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শাহরাম ইরানি জানিয়েছেন, খুব শিগগিরই এই অঞ্চল থেকে মার্কিন বিমানবাহী রণতরীগুলোকে তাড়ানো হবে।

গোটা অঞ্চলে অস্থিরতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দিতেই মার্কিন রণতরীগুলোকে পাঠানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন। সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে মার্কিন বিমানবাহী রণতরী 'ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার'।

এর আগে গাজা যুদ্ধে ইসরাইলকে সহযোগিতা করতে মার্কিন যুক্তরাষ্ট্র ভূমধ্যসাগরে ইসরাইলের কাছাকাছি এলাকায় দুটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে।

ইরানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি আজ (সোমবার) আরও বলেছেন, মার্কিন বিমানবাহী রণতরী সমীকরণ পাল্টে দিতে এই অঞ্চলে এসেছে বলে শোনা যাচ্ছে। কিন্তু ইরান এসবে চাপ অনুভব করে না।

তিনি বলেন, মার্কিন রণতরী এসেছে এই অঞ্চলে সহিংসতা উসকে দিতে। তারা নিজেদের অশুভ স্বার্থ হাসিলের লক্ষ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে। 

ইরানি নৌবহরের গোটা বিশ্ব পরিভ্রমণের সক্ষমতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যাত্রাপথে বিশ্বের কোথাও কাউকে বাধা মনে করে না ইরান। ইরানের জন্য সব জলপথই নিরাপদ বলে তিনি মন্তব্য করেন।

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: