শহীদের রক্তের বিনিময়ে নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে: ইরানের প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, শহীদদের পবিত্র রক্তের বিনিময়ে এখন নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, শহীদদের পবিত্র রক্তের বিনিময়ে এখন নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে।
গতরাতে রাজধানী তেহরানের 'সালমান ফার্সি' মসজিদে মহরমের শোকানুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রেসিডেন্ট রায়িসি'র পক্ষ থেকে এই শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে কয়েক জন ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
ইরানের প্রেসিডেন্ট এই অনুষ্ঠানে আরও বলেছেন- ইমাম হোসাইন (আ.) যেমন নিজের রক্ত দিয়ে সেদিন সমাজকে জাহিলিয়াতের বেড়াজাল থেকে মুক্ত করেছিলেন ঠিক তেমনি আজও ইরানি মুজাহিদরা রক্তের বিনিময়ে সমাজকে আধুনিক জাহিলিয়াত থেকে মুক্ত করে চলেছে।
রায়িসি বলেন, ইমাম হোসাইন (আ.)'র শাহাদাতের ঘটনা সব মুসলমানের জন্য এমন এক ঝাণ্ডা যা প্রতিনিয়ত মানুষকে সত্যের পথ প্রদর্শন করছে।
ইমাম হোসাইন (আ.) ও তাঁর অনুগত সঙ্গীরা এজিদের ইসলামবিরোধী শাসন ও জুলুমের মোকাবেলায় সত্যকে উদ্ভাসিত করে ৬১ হিজরির ১০ মহররম কারবালায় শাহাদাৎবরণ করেন।#
পার্সটুডে
.