শত্রুদের বারবার পরাজয়ের স্বাদ আস্বাদন করানো হবে, তারা শান্ত হবে: আইআরজিসি প্রধান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান কমান্ডার হোসেইন সালামি বলেছেন, শত্রুরা অস্থির। তবে তাদেরকে বারবারই পরাজয়ের স্বাদ আস্বাদন করানো হবে এবং তারা শান্ত হয়ে যাবে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান কমান্ডার হোসেইন সালামি বলেছেন, শত্রুরা অস্থির। তবে তাদেরকে বারবারই পরাজয়ের স্বাদ আস্বাদন করানো হবে এবং তারা শান্ত হয়ে যাবে।
ইরানের জেনারেল আহমাদ কাজেমি ও আলী শুশতারির শাহাদাৎ বার্ষিকীর এক অনুষ্ঠানে আজ (সোমবার) তিনি এসব কথা বলেছেন।
হোসেইন সালামি আরও বলেছেন, শত্রুরা ইরানকে পশ্চাৎপদ রাষ্ট্র হিসেবে দেখতে চায়। তিনি বলেন, এখন যদি আপনারা শত্রুদের যুদ্ধের নিয়ন্ত্রণ কক্ষে যান তাহলে নিশ্চিতভাবে ইরানের মানচিত্র দেখতে পাবেন এবং দেখবেন তারা বসে ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠার জন্য পরিকল্পনা করছে। আপনারা একবার যদি সাম্প্রতিক বছরগুলোর ঘটনাবলীর দিকে দৃষ্টি দেন তাহলে দেখতে পাবেন শত্রুরা মুসলিম ভূখণ্ডে মুসলমানদের সঙ্গে কতটা নৃশংস আচরণ করেছে। সহজেই বুঝতে পারবেন তারা ইরাক ও সিরিয়ায় কী ঘটিয়েছে।
আইআরজিসি'র প্রধান সালামি বলেন, শত্রুদের লক্ষ্য হচ্ছে দারিদ্র ও দুঃখ-দুর্দশা চাপিয়ে দেওয়া এবং নিঃস্ব করা।
আইআরজিসি'র প্রধান আরও বলেন, শত্রুরা ভেবেছিল ইরানের মতো শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থাকে পরাজিত করতে পারবে, কিন্তু এসবই ছিল তাদের অলীক কল্পনা। তারা আবারও ব্যর্থ হয়েছে।# পার্সটুডে
.