• Feb 13 2024 - 09:19
  • 40
  • : Less than one minute

লেবাননের সঙ্গে সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করুন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান লেবাননের সঙ্গে তার দেশের সম্পর্ককে ‘কাঙ্ক্ষিত পর্যায়ে’ উন্নীত করার আহ্বান জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান লেবাননের সঙ্গে তার দেশের সম্পর্ককে ‘কাঙ্ক্ষিত পর্যায়ে’ উন্নীত করার আহ্বান জানিয়েছেন।  তিনি বলেছেন, দু’দেশের মধ্যে যে রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে তাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী হওয়া উচিত।

তিনি গতকাল (রোববার) লেবাননের রাজধানী বৈরুতস্থ ইরান দূতাবাসে রাষ্ট্রদূত ও অন্যান্য কূটনীতিক এবং লেবাননে ইরানের অন্যান্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান।

তিনি বলেন, লেবাননের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে একটি কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করার জন্য ইরানের সরকারি ও বেসরকারি খাতের পক্ষ থেকে ব্যাপকভাবে চেষ্টা চালানো উচিত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে তার দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করার স্বার্থেও লেবাননে স্থিতিশীলতা থাকা জরুরি। লেবাননের রাজনৈতিক প্রক্রিয়াকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রতি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির সরকার যথেষ্ট গুরুত্ব দিয়েছে বলেও জানান আমির-আব্দুল্লাহিয়ান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী একটি আঞ্চলিক সফরের প্রথম পর্যায়ে শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছেন। সেখানে তিনি লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: