রোজ ৩৪ লাখ ব্যারেল তেল উৎপাদন করে ইরান
ইরানের তেল উৎপাদন বেড়ে দিনে ৩৪ লাখ ব্যারেলে (বিপিডি) পৌঁছেছে।
ইরানের তেল উৎপাদন বেড়ে দিনে ৩৪ লাখ ব্যারেলে (বিপিডি) পৌঁছেছে। ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানিকারক ইউনিয়নের মুখপাত্র সাইয়্যেদ হামিদ হোসেইনি এই তথ্য জানান।
রোববার বার্তা সংস্থা আইআরএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্ববাজারে তেল রপ্তানি বাড়াতে ইরানের বর্তমান প্রশাসনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি ২০২১ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে নতুন প্রশাসনের অধীনে তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ
.