• Aug 12 2024 - 16:38
  • 12
  • : Less than one minute

রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদনে বিশ্বের শীর্ষ তিনে ইরান

ইরানের পরমাণু শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, ইরান রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ তিনটি দেশের মধ্যে রয়েছে৷

ইরানের পরমাণু শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, ইরান রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ তিনটি দেশের মধ্যে রয়েছে৷ স্বাস্থ্য ব্যবস্থায় নিউক্লিয়ার টেকনোলজির ভূমিকা ও প্রয়োগ’ শীর্ষক জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এইওআই প্রধান বলেন, বর্তমানে দেশে প্রায় ৬০টি রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদন হয় এবং আমাদের প্রায় ২০টি রেডিওফার্মাসিউটিক্যালস তদন্তাধীন রয়েছে।

অন্যান্য দেশে ইরানের তৈরি রেডিওফার্মাসিউটিক্যালস রপ্তানির বিষয়ে ইসলামি বলেন, ইরান বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে রেডিওফার্মাসিউটিক্যালস রপ্তানি করছে। অল্প সময়ের মধ্যে গন্তব্য দেশগুলিতে পণ্যটি পৌঁছে দেওয়ার জন্য একটি ফ্লাইট নেটওয়ার্ক প্রয়োজন।

তিনি বিকিরণ প্রযুক্তি ব্যবহারের দিকেও ইঙ্গিত করেন। বলেন, এটি গত দুই বছরে আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে এবং স্বাস্থ্য খাতে সহায়তার জন্য নতুন কেন্দ্রগুলি প্রতিষ্ঠিত হচ্ছে। সূত্র: মেহর নিউজ

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: