রেকর্ড ১২টি এমওইউ সই হলো ইরান ও জিম্বাবুয়ের মধ্যে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়সি আফ্রিকার তিন দেশ সফর শেষ করেছেন।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়সি আফ্রিকার তিন দেশ সফর শেষ করেছেন। সফরের শেষ পর্যায়ে গতকাল তিনি জিম্বাবুয়ে যান এবং দেশটির সঙ্গে রেকর্ডসংখ্যক ১২টি সমঝোতা স্মারক বা এমওইউ সই হয়। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে এসব এমওইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
গতকাল (বৃহস্পতিবার) প্রেসিডেন্ট রায়িসি জিম্বাবুয়ে পৌঁছে দেশটির প্রেসিডেন্ট এমারসন এমনানগাগোয়ার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি পশ্চিমা নিষেধাজ্ঞা কবলিত দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ইরান ও জিম্বাবুয়ের মধ্যে জ্বালানি থেকে শুরু করে টেলিকমিউনিকেশন খাত পর্যন্ত বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। এ সম্পর্কে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট বলেন, এসব চুক্তি ইরানি প্রযুক্তির জগতে জিম্বাবুয়ের প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং এতে তার দেশের নানা উদ্ভাবনী সক্ষমতা তৈরি হবে। এছাড়া, জিম্বাবুয়েতে একটি ট্রাক্টর ফ্যাক্টরি প্রতিষ্ঠা করা হবে যা দেশটির কৃষি খাতকে সহযোগিতা করবে।
ইরান এবং জিম্বাবুয়ের মধ্যে আরো যেসব খাতে চুক্তি হয়েছে তার মধ্যে রয়েছে জ্বালানি, কৃষি, ফার্মাসিউটিক্যালস, টেলিকমিউনিকেশন, গবেষণা, বিজ্ঞান এবং প্রযুক্তি প্রকল্প।
ইরান এবং জিম্বাবুয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গ তুলে প্রেসিডেন্ট রায়িসি বলেন, জিম্বাবুয়ের সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক বিস্তৃত করার জন্য ইরান কঠোর পরিশ্রম করবেন। এ সময় ইরানের প্রেসিডেন্টকে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট ‘ভাই’ সম্বোধন করে বলেন, "আমি এই সংহতি প্রকাশের জন্য খুবই খুশি।'#
পার্সটুডে
.