• Sep 5 2023 - 08:22
  • 80
  • : Less than one minute

রাতে আরবাইন যাত্রা

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) এর শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাইন অনুষ্ঠানে যোগ দিতে পদযাত্রায় অংশ নিয়েছেন লাখো মানুষ।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) এর শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাইন অনুষ্ঠানে যোগ দিতে পদযাত্রায় অংশ নিয়েছেন লাখো মানুষ। গ্রীষ্মের দিনগুলিতে অতিরিক্ত গরমের কারণে আরবাইন যাত্রীদের অনেকে রাতের বেলা ইরাকি শহর কারবালার দিকে যাত্রা করছেন। মাইলের পর মাইল পায়ে হেঁটে আরবাইনে অংশ নিবেন এসব মানুষ।
কারবালার গভর্নর আকিল আল-তুরাইহি ভবিষ্যদ্বাণী করেছেন, আরবাইন তীর্থযাত্রীর সংখ্যা এই বছর ৩ কোটি ছাড়িয়ে যাবে। গত বছরের তুলনায় এবারের আরবাইন তীর্থযাত্রীর সংখ্যা ৫০ শতাংশ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: