• Feb 1 2024 - 11:35
  • 51
  • : Less than one minute

মুসলিম বিশ্বের প্রথম ও প্রধান ইস্যু ফিলিস্তিন এবং কুদস শরিফের মুক্তি: রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন, মুসলিম বিশ্বের প্রথম ইস্যু হচ্ছে ফিলিস্তিন এবং ইহুদিবাদী শাসকদের দখল থেকে কুদস শরিফের মুক্তি।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন, মুসলিম বিশ্বের প্রথম ইস্যু হচ্ছে ফিলিস্তিন এবং ইহুদিবাদী শাসকদের দখল থেকে কুদস শরিফের মুক্তি।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ (বুধবার) আলোকোজ্জ্বল দশ প্রভাত এবং ৪৫তম বিজয় বার্ষিকীর  প্রাক্কালে এ কথা বলেন। ইসলামি বিপ্লবের রূপকার ইমাম খোমেনি (রহ) এবং শহীদদের আদর্শের কথা স্মরণ করে তিনি বলেন: মরহুম ইমাম খোমেনী বলেছিলেন অবৈধ ইহুদিবাদী ইসরাইলের পতন সময়ের ব্যাপার মাত্র। আমরা আজকের পরিস্থিতির দিকে তাকালে সেই বাস্তবতা অতি সন্নিকটে বলে মনে হয়।

রায়িসি ইমাম খোমেনী (রহ.)-এর উত্তরাধিকারকে আধিপত্যবাদ বিরোধী জীবন বলে মনে করেন। তিনি বলেন: এখনও এই বিপ্লবের আধিপত্যবাদ বিরোধী বৈশিষ্ট্য অক্ষুণ্ন রয়েছে। সারা বিশ্বজুড়ে আজ আগের যে কোন সময়ের চেয়ে আধিপত্যবাদ এবং ইহুদিবাদের প্রতি মানুষের ঘৃণা বৃদ্ধি পেয়েছে। ।

ইরানের মহান জাতি বিভিন্ন ক্ষেত্রে নিজেদের তৎপরতা অব্যাহত রেখেছে। ইরান বিভিন্ন ক্ষেত্রে শত্রুদের বহু পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: