• Mar 12 2024 - 09:46
  • 49
  • : Less than one minute

মালাগা উৎসবে প্রথম পুরস্কার জিতেছে ইরানের ‘সাম্পো’

মারজিয়ে রিয়াহি রচিত এবং পরিচালিত ইরানি শর্ট ফিল্ম ‘সাম্পো’ স্পেনের মালাগায় ২৭তম মালাগা চলচ্চিত্র উৎসবে প্রথম পুরস্কার জিতেছে।

মারজিয়ে রিয়াহি রচিত এবং পরিচালিত ইরানি শর্ট ফিল্ম ‘সাম্পো’ স্পেনের মালাগায় ২৭তম মালাগা চলচ্চিত্র উৎসবে প্রথম পুরস্কার জিতেছে। চলচ্চিত্রটি উৎসবের নারী অধিকার বিভাগে সেরা কথাসাহিত্যের জন্য ‘বিজনাগা ডি প্লাটা’ পুরস্কার লাভ করেছে। খবর আইএসএনএ এর।
 
গেল বুধবার মালাগা ফেস্টিভাল অ্যাফার্মিং উইমেনস রাইটস বিভাগের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। ইভেন্টটি বিভাগের বিজয়ীদের পাশাপাশি উইমেন ইন ফিল্মের বিজয়ীদেরকে এক মঞ্চে দাঁড় করায়।
 
রিয়াহি অনুষ্ঠানে উপস্থিত না থাকায় পরিচালকের পক্ষ থেকে পুরস্কারটি সংগ্রহ করেন তরুণ ইরানি বিজ্ঞানী শিবা শিরানি। তিনি মালাগা বিশ্ববিদ্যালয়ের এক্স-রে ইমেজিংয়ের পোস্ট-ডক্টরাল গবেষক।
সূত্র: তেহরান টাইমস
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: