• Jun 27 2023 - 12:18
  • 59
  • : Less than one minute

মার্চ মাস নাগাদ ইরান তাদের একমাত্র টাইটানিয়াম খনি চালু করবে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকার বলেছে, দেশের একমাত্র টাইটানিয়াম খনিটি আগামী মার্চ মাস নাগাদ উত্তোলন প্রক্রিয়ায় আসবে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকার বলেছে, দেশের একমাত্র টাইটানিয়াম খনিটি আগামী মার্চ মাস নাগাদ উত্তোলন প্রক্রিয়ায় আসবে। সরকার এই খাত থেকে রপ্তানি বাড়াতে সাহায্য করার জন্য খনি ও ধাতু কোম্পানিগুলিকে অনেক সহায়তা এবং তহবিল যোগান দেয়া অব্যাহত রেখেছে।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের স্থানীয় কর্মকর্তা মোসলেম মোরাভভেজি গতকাল (রোববার) বলেন, কাহনুজ শহরে টাইটানিয়াম প্রক্রিয়াকরণ কারখানাটি ৩০ বছরের বেশি সময় ধরে সরকারি ও বেসরকারি কোম্পানির হয়ে কাজ করার পর উৎপাদন লাইনে আসবে।

টাইটানিয়াম খনি প্রকল্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি সাংবাদিকদেরকে ব্রিফ করেন। কেরমানের এই অঞ্চলটি তামা, ক্রোমাইট, ম্যাগনেসিয়াম এবং সোনাসহ বহুমূল্য ধাতুতে সমৃদ্ধ।

ইরানের শিল্প ও খনি মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় কোম্পানি আইএমআইডিআরও ২০১৯ সালে কাহনুজে টাইটানিয়াম খনি উন্নয়নের কাজ একটি বেসরকারি কোম্পানিকে দিতে সম্মত হয় যাতে খনিটি সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি এবং বিনিয়োগ সরবরাহ করা যায়। এই খনির রিজার্ভে প্রায় ১৫ কোটি মেট্রিক টন টাইটানিয়াম রয়েছে তবে কেউ কেউ অনুমান করেন এই মজুদের পরিমাণ ৪০ কোটি মেট্রিক টন। বিশ্বের মাত্র গুটি কয়েক দেশের কাছে টাইটানিয়ামের খনি রয়েছে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: