• Jul 27 2023 - 11:23
  • 72
  • : 1 minute(s)

মার্কিন উপকূলে কার্গোর ইরানি তেল নিচ্ছে না কেউ ভয়ে

মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলে ইরানের কাছ থেকে জব্দ করা একটি তেলবাহী ট্যাংকার থেকে কোনো কোম্পানি তেল সংগ্রহ করতে রাজি হচ্ছে না।

মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলে ইরানের কাছ থেকে জব্দ করা একটি তেলবাহী ট্যাংকার থেকে কোনো কোম্পানি তেল সংগ্রহ করতে রাজি হচ্ছে না।

ইরান নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশ বলে ওই তেল সংগ্রহ করলে কাউকে শাস্তির মুখে পড়তে হবে না- মার্কিন সরকার এমন আশ্বাস দিলেও তাতে কাজ হচ্ছে না বলে জানা গেছে। 

বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার জানিয়েছে, হিউস্টন থেকে ৫০ মাইল দূরে গ্যালভেস্টন বন্দরে গত ৩০ মে থেকে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী কার্গো জাহাজ সুয়েজ রাজান নোঙ্গর ফেলে বসে আছে। কিন্তু কোনো মার্কিন কোম্পানি জাহাজটির ইরানি তেল সংগ্রহ করতে রাজি হচ্ছে না।

এর প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, যে জাহাজের মাধ্যমে ওই কার্গোর তেল খালি করা হবে ভবিষ্যতে অন্য কোনো গ্রাহক ওই জাহাজ ভাড়া করবে না বলে আশঙ্কা রয়েছে। তবে একটি অজ্ঞাত বাণিজ্যিক সূত্র থেকে রয়টার্সকে একথাও বলা হয়েছে যে, ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের আশঙ্কায় কেউ ট্যাংকারটির তেল নিতে রাজি হচ্ছে না।

ইরান কর্তৃপক্ষ এর আগে এই হুমকি দিয়ে রেখেছে যে, অন্য কোনো দেশ অবৈধভাবে ইরানি তেল আটক করলে সেই তেল গ্রহণকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে তেহরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আল-রেজা তাংসিরি গত সপ্তাহে বলেছেন, আমেরিকা যদি তার উপকূলে থাকা ট্যাংকারের তেল খালি করার অনুমতি দেয় তাহলে ওয়াশিংটনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তেহরান।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: