মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার পেল ইরানি রেড ক্রিসেন্ট
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস)। মানবতার শক্তিকে একত্রিত করে দুর্বল মানুষের জীবন উন্নয়নে অসামান্য সেবা প্রদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা দেয়া হয়।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস)। মানবতার শক্তিকে একত্রিত করে দুর্বল মানুষের জীবন উন্নয়নে অসামান্য সেবা প্রদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা দেয়া হয়।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) জুন মাসে জেনেভায় অনুষ্ঠিতব্য সাধারণ পরিষদের ২৩তম অধিবেশনে আইআরসিএস-কে মর্যাদাপূর্ণ এই পুরস্কার প্রদান করবে। এরআগে ২০০৩ সালের ২৬ ডিসেম্বর ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বাম-এ আঘাত হানা ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের জন্য জনহিতকর কার্যক্রমের জন্য আইআরসিএস ২০০৫ সালে পুরস্কার লাভ করে। ইরানের ইতিহাসে এটিকে সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে মর্মান্তিক ভূমিকম্প বলে মনে করা হয় যা। এতে কমপক্ষে ২৬ হাজার মানুষ প্রাণ হারায়। কিছু পরিসংখ্যান এমনকি মৃত্যুর সংখ্যা প্রায় ৪৩ হাজার ছুঁয়ে গেছে বলে তথ্য প্রকাশ করা হয়। সূত্র: তেহরান টাইমস।
.