• Dec 21 2023 - 12:27
  • 43
  • : 1 minute(s)

মধ্যপ্রাচ্য ধীরে ধীরে যুদ্ধবিরতির দিকে অগ্রসর হচ্ছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের পাশবিক গণহত্যা বন্ধ করার জন্য পশ্চিম এশিয়া [মধ্যপ্রাচ্য] অঞ্চলে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।

ইরানে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের পাশবিক গণহত্যা বন্ধ করার জন্য পশ্চিম এশিয়া [মধ্যপ্রাচ্য] অঞ্চলে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। বুধবার একদিনের দোহা সফরে গিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও হামাসের পলিটব্যুরো প্রধানের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “কূটনৈতিক তৎপরতা দেখে মনে হচ্ছে পশ্চিম এশিয়া অঞ্চল ধীরে ধীরে যুদ্ধবিরতির দিকে অগ্রসর হচ্ছে।” তিনি বলেন, গাজা উপত্যকার ‘ভয়াবহ পরিস্থিতির’ অবসান অথবা অন্তত ‘ফিলিস্তিনি জনগণের দুর্দশা লাঘরের’ লক্ষ্যেই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক তৎপরতা জোরদার হয়েছে।

তিনি বলেন, গাজাবিরোধী যুদ্ধে ইসরাইলের প্রধান পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে, তারা নতুন বছর শুরু হওয়ার আগেই ফিলিস্তিনে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছে। তবে আমির-আব্দুল্লাহিয়ান একথাও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র গাজা সংঘাতের স্থায়ী অবসান চায় না। তারা বরং কিছুটা বিরতি দিয়ে ইসরাইলি পণবন্দিদের মুক্ত করে নিয়ে আবার হামলা শুরু করতে চায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা ও ফিলিস্তিনবিরোধী পক্ষগুলো যদি বিষয়টিতে আন্তরিক হয় তাহলে তাদের উচিত হবে সাময়িক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর সে বিরতিকে কীভাবে স্থায়ী রূপ দেয়া যায় সে চেষ্টা করা। গাজা উপত্যকার ওপর থেকে অবরোধও পুরোপুরি প্রত্যাহার করতে হবে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দোহায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো নেতা ইসমাইল হানিয়াসহ তার আলোচক দলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর হানিয়ার নেতৃত্বাধীন দলটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিসরের উদ্দেশ্যে কাতার ত্যাগ করেন।

বুধবার দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুররহমান আলে সানির সঙ্গেও সাক্ষাৎ করেন আমির-আব্দুল্লাহিয়ান। সাক্ষাতে দুই শীর্ষ কূটনীতিক গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন। এর আগে নভেম্বর মাসের শেষ সপ্তাহে গাজায় ইসরাইল ও হামাস যে যুদ্ধবিরতি পালন করেছিল তাতে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল কাতার।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: