• Dec 24 2023 - 10:11
  • 43
  • : 1 minute(s)

মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের ‘সবচেয়ে জরুরি’ বিষয় ফিলিস্তিন: রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ফিলিস্তিনকে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের ‘সবচেয়ে জরুরি’ বিষয় বলে অভিহিত করেছেন।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ফিলিস্তিনকে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের ‘সবচেয়ে জরুরি’ বিষয় বলে অভিহিত করেছেন। অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে যখন ইহুদিবাদী ইসরাইল ভয়াবহ গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে তখন কুয়েতের আমির শেখ মিশাল আল আহমাদ আস সাবার সঙ্গে এক ফোনালাপে তিনি এ মন্তব্য করেন।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, “ফিলিস্তিনি জাতির ন্যায়সঙ্গত অধিকার পুনরুদ্ধার করার লক্ষ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরান মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে কাজ করছে।”

গত ৭৫ দিন ধরে গাজা উপত্যকার বিরুদ্ধে তেল আবিবের গণহত্যামূলক যুদ্ধ চলছে।  গত ৭ অক্টোবর গাজা-ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো বড় ধরনের অভিযান চালানোর পর ওই দিন থেকেই গাজার ওপর নির্বিচার জাতিগত শুদ্ধি অভিযান শুরু করে তেল আবিব। এ পর্যন্ত ইসরাইলি পাশবিকতায় ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু।

ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনি জাতির অধিকারের প্রতি সমর্থন জানানোর জন্য কুয়েতের আমিরকে ধন্যবাদ জানান। সেইসঙ্গে দখলদার ও অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় শামিল না হওয়ার জন্য তিনি কুয়েতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় প্রেসিডেন্ট রায়িসি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে তার দেশের আগ্রহের কথা জানান।

ফোনালাপে কুয়েতের আমির বলেন, ফিলিস্তিনি জাতির অধিকার পুনরুদ্ধারের পক্ষে কুয়েত যে অবস্থান নিয়েছে তা ‘ধ্রুব ও অপরিবর্তনীয়’। আঞ্চলিক সমস্যাবলীর সমাধান হয়ে মধ্যপ্রাচ্যে অচিরেই শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: