ভাইস প্রেসিডেন্টসহ গুরুত্বপূর্ণ নানা পদে মেধাবী সুন্নিদের নিয়োগ: আলেমদের কৃতজ্ঞতা
ইরানের জাহেদান শহরের সুন্নি মুসলমানদের জুমা নামাজের ইমাম বলেছেন, কুর্দিস্তান প্রদেশের গভর্নর হিসেবে একজন সুন্নি কুর্দিকে নিয়োগ প্রদান থেকে বোঝা যায় ইরানের ইসলামী সরকার সুন্নি মেধাবী ব্যক্তিত্বদের প্রতি আস্থাশীল
ইরানের জাহেদান শহরের সুন্নি মুসলমানদের জুমা নামাজের ইমাম বলেছেন, কুর্দিস্তান প্রদেশের গভর্নর হিসেবে একজন সুন্নি কুর্দিকে নিয়োগ প্রদান থেকে বোঝা যায় ইরানের ইসলামী সরকার সুন্নি মেধাবী ব্যক্তিত্বদের প্রতি আস্থাশীল
গত ৩ অক্টোবর সরকারি সূত্রে এ খবর প্রকাশ হয় যে সুন্নি ব্যক্তিত্ব মানসুর বিজার বালুচ ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন।
ইরানের জাহেদান প্রদেশের জুমা ইমাম মৌলভী আবদুল হামিদ কুর্দিস্তান ও সিস্তান-বালুচিস্তান প্রদেশের গভর্নর হিসেবে দু'জন সুন্নি ব্যক্তিত্বকে নিয়োগ দানের সরকারি পদক্ষেপের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
একইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিস্তান-বালুচিস্তান প্রদেশের খাশ শহরের সুন্নি আলেম মৌলভী আবদুস সাত্তার হুসাইন জাহি। তিনি বলেছেন, কুর্দিস্তান ও সিস্তান-বালুচিস্তান প্রদেশের গভর্নর হিসেবে ও অনুন্নত বা বঞ্চিত অঞ্চলের উন্নয়ন বিষয়ক বিভাগে প্রেসিডেন্টের সহকারী বা ভাইস প্রেসিডেন্ট হিসেবে সুন্নি ব্যক্তিত্বদের নিয়োগ দান সুন্নি মেধাবী ব্যক্তিত্বদের প্রতি ইরানের ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ও সরকারের আস্থার নিদর্শন।
ইরানের বর্তমান সরকারের এসব পদক্ষেপের প্রশংসা করে জাহেদানের আরেকজন বিশিষ্ট সুন্নি আলেম মৌলভি গোরগিচ বলেছেন, সিস্তান ও বালুচিস্তানের গভর্নর নির্বাচনের ক্ষেত্রে জাতি বা গোত্রের দিকে মনোযোগ দেয়া, জাতীয় ঐক্যের নিশ্চয়তাদায়ক বা জামিনদার হওয়ার পাশাপাশি সরকারের সামাজিক মূলধন এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের ব্যবস্থাকেও উন্নত করবে।
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত মিরজ'ভে শহরের জুমা নামাজের ইমাম ও বিশিষ্ট সুন্নি আলেম মৌলভি আবদুর রহিম রিগিয়ানপুর একই প্রসঙ্গে বলেছেন, সকল জাতিগত ও সাংস্কৃতিক সামর্থ্যকে বিবেচনায় রেখে বিভেদ সৃষ্টি ও ঐক্য বজায় রাখার ক্ষেত্রে শত্রুর লক্ষ্যগুলো ব্যর্থ করা সহজ এবং আজ বালুচ ও সুন্নিদেরকে গভর্নর হিসেবে নিয়োগ দানের ফলে জাতি ও মাজহাবের নামে বিভেদ সৃষ্টির প্রকল্পে শত্রুরা লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে।
সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান বিভিন্ন জাতি ও মাজহাবের ব্যক্তিত্বদের নানা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দানের প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। এরই অংশ হিসেবে তিনি কুর্দি সুন্নি ব্যক্তিত্ব আবদুল করিম হুসাইনজাদেহকে গ্রামীণ উন্নয়ন বিভাগের ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দান করেছেন। পশ্চিম ইরানে অবস্থিত কুর্দিস্তান প্রদেশের গভর্নরও হয়েছেন একজন সুন্নি-কুর্দি যুব ব্যক্তিত্ব অরাশ যেরেহতন লাহুনি।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইরানের জুমা নামাজের সুন্নি খতিব ও মাদ্রাসা শিক্ষকদের এক সমাবেশে একক জাতি হিসেবে বা মুসলিম উম্মাহ হিসেবে ইসলামী ঐক্য রক্ষার ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন। তিনি এই ঐক্য বিনষ্টের অশুভ চেষ্টার দিকে ইঙ্গিত করে বলেন, ঐক্যবদ্ধ মুসলিম বা ইসলামী উম্মাহকে কখনও ভুলে যাওয়া উচিত নয়।
তিনি আরও বলেছেন, ব্যাপক ষড়যন্ত্র সত্ত্বেও ইরানের আহলে সুন্নাত শত্রুদের বিদ্বেষী মনোভাবগুলোর মোকাবেলা করেছে জোরালোভাবে এবং ইরানের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সময় ১৫ হাজার ইরানি সুন্নি মুসলমান শাহাদাত বরণ করেছেন আত্মত্যাগের চরম পরাকাষ্ঠা দেখিয়ে। এ ছাড়াও নানা সময়ে ইরানের ইসলামী বিপ্লব ও সত্যের পথে ইরানের সুন্নি আলেমদের অনেকেই শাহাদত বরণ করেছেন বলে সর্বোচ্চ নেতা স্মরণ করিয়ে দেন।
উল্লেখ্য, ইরানের জনসংখ্যার বেশিরভাগই শিয়া মুসলমান। তা সত্ত্বেও দেশটির নানা ক্ষেত্রে ও ইসলামী বিপ্লবের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন স্থানীয় সংখ্যালঘু সুন্নি মুসলমানরা। ইরানের বর্তমান নৌ-বাহিনীর সাবেক প্রধান ছিলেন একজন সুন্নি। এ ছাড়াও গভর্নর, সংসদ সদস্য, মেয়র ও রাষ্ট্রদূতসহ নানা গুরুত্বপূর্ণ পদেও আসীন হয়েছেন অনেক সুন্নি উচ্চ-শিক্ষিত ব্যক্তিত্বরা।
.