• Nov 13 2024 - 12:59
  • 4
  • : Less than one minute

বৈশ্বিক উদ্ভাবন সূচকে যেসব ক্ষেত্রে অগ্রগতি হল ইরানের

গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (জিআইআই) তথা বৈশ্বিক উদ্ভাবন সূচক-২০২৪ এ জ্ঞান ও প্রযুক্তিগত অর্জন এবং সেইসাথে ব্যবসায়িক পরিশীলতায় ইসলামি প্রজাতন্ত্র ইরান উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে।

গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (জিআইআই) তথা বৈশ্বিক উদ্ভাবন সূচক-২০২৪ এ জ্ঞান ও প্রযুক্তিগত অর্জন এবং সেইসাথে ব্যবসায়িক পরিশীলতায় ইসলামি প্রজাতন্ত্র ইরান উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে।

ইরান জ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবনে ২০২৩ সালে ৫৫তম অবস্থানে ছিল। ৬ ধাপ উন্নতি করে ২০২৪ সালে দেশটি ৪৯তম স্থান লাভ করে। অন্যদিকে, ব্যবসায়িক পরিশীলিতায় ২০২৩ সালের ১১৭তম অবস্থান থেকে উন্নতি করে ২০২৪ সালে দেশটি ১১০তম স্থান লাভ করে।

এছাড়াও, বাজার পরিশীলিততা এবং অবকাঠামোতে ইরানের র‌্যাঙ্কিং ২০২৩ সালে ১৯তম এবং ৯৭তম থেকে ২০২৪ সালে ১৭তম এবং ৯৫তম’তে উন্নীত হয়েছে।

গ্লোবাল ইনোভেশন ইনডেক্স বিশ্বের নেতৃস্থানীয় অর্থনীতিগুলিকে তাদের উদ্ভাবন সক্ষমতার ওপর ভিত্তি করে তালিকা প্রকাশ করে।

চলতি বছরের প্রতিবেদন অনুযায়ী, মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে ইরান দ্বিতীয় স্থানে রয়েছে। গত দুই বছরের তুলনায় অবস্থান অপরিবর্তিত রয়েছে।

ভারত ও কাজাখস্তান যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে। বর্তমানে ৩৮টি নিম্ন-মধ্যম আয়ের দেশের অর্থনীতির মধ্যে ইরানের স্থান ৫ম। ২০২৩ সালের তুলনায় এক ধাপ উন্নতি হয়েছে। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: