বৈশ্বিক উদ্ভাবন সূচকে মধ্য ও দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় ইরান
বৈশ্বিক উদ্ভাবন সূচকে (জিআইআই) ইসলামি প্রজাতন্ত্র ইরান মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।
বৈশ্বিক উদ্ভাবন সূচকে (জিআইআই) ইসলামি প্রজাতন্ত্র ইরান মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। গত বছরের তুলনায় এবার দেশটির অবস্থান অপরিবর্তিত রয়েছে। ২০২৩ সালের জিআইআই প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে।
ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) প্রকাশিত প্রতিবেদনটিতে ‘মার্কেট সফিস্টিকেশন’, ‘ক্রিয়েটিভ আউটপুট’ এবং নলেজ অ্যান্ড টেকনোলজি আউটপুট’- এই তিন সূচকে ইরান যথাক্রমে ১৯তম, ৪৩তম এবং ৫৫তম স্থানে রয়েছে। সূত্র: তেহরান টাইমস
.