• May 3 2023 - 07:08
  • 59
  • : Less than one minute

বৈজ্ঞানিক প্রকাশনায় বিশ্ব র‌্যাঙ্কিং ধরে রাখল ইরান

আন্তর্জাতিক নির্ভরযোগ্য বিজ্ঞানভিত্তিক জার্নাল, বই ও গবেষণামূলক প্রবন্ধের তথ্য নিয়ে কাজ করা বিশ্বমানের গবেষণা ডাটাবেজ ‘স্কোপাস ইনডেক্স’ এ ইরান টানা চতুর্থ বছরের জন্য বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে বিশ্বে ১৫তম স্থানে রয়েছে।

আন্তর্জাতিক নির্ভরযোগ্য বিজ্ঞানভিত্তিক জার্নাল, বই ও গবেষণামূলক প্রবন্ধের তথ্য নিয়ে কাজ করা বিশ্বমানের গবেষণা ডাটাবেজ ‘স্কোপাস ইনডেক্স’ এ ইরান টানা চতুর্থ বছরের জন্য বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে বিশ্বে ১৫তম স্থানে রয়েছে।

স্কোপাস প্রকাশিত তথ্য মতে, ইরান ২০২২ সালে এই ডাটাবেজে ৭৮ হাজার ২২৫টি বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশ করেছে।

২০২২ সালের স্কোপাস ডাটাবেজ মতে, বৈজ্ঞানিক প্রকাশনার সংখ্যার দিক থেকে ইরান এই অঞ্চলের দেশগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে।

২০১৪ থেকে ২০২২ পর্যন্ত স্কোপাস ডেটার পর্যালোচনায় দেখা গেছে, প্রকাশনার সংখ্যার দিক থেকে ইরান সর্বদা এই অঞ্চলের দেশগুলির মধ্যে প্রথম অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছে।

স্কোপাসে মোট ৩৯ লাখ ৫০ হাজার ৩০৫টি প্রবন্ধ সূচিত করা হয়েছে। চীন ১০ লাখ ১৬ হাজার ৩১১টি প্রবন্ধ নিয়ে বিশ্বের বৈজ্ঞানিক প্রকাশনার প্রায় ২৫ শতাংশ অবদান রেখেছে। এই ক্ষেত্রে দেশটি প্রথম স্থান অধিকার করেছে৷ মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ইংল্যান্ড এবং জার্মানিও দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে।

সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: