• Feb 5 2023 - 12:12
  • 66
  • : Less than one minute

বৈজ্ঞানিক গবেষণায় ইরানি নারীদের সাফল্য

ইরানের ৩৪৫ জন নারী গবেষক বিশ্বের উচ্চমানের গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন।

ইরানের ৩৪৫ জন নারী গবেষক বিশ্বের উচ্চমানের গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন। এর মাধ্যমে ইরানি নারীরা প্রমাণ করলেন, তারা বিজ্ঞানের অগ্রগতিতে ব্যাপক অবদান রাখতে পারেন।প্রতি বছরই বিশ্বের শীর্ষস্থানীয় এবং প্রভাবশালী গবেষকদের তালিকা বিভিন্ন উদ্ধৃতি ডাটাবেজ থেকে প্রকাশ করা হয়। গবেষকদের নিবন্ধের সংখ্যা এবং উদ্ধৃতি সহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে বৈশ্বিক সূচক প্রকাশ করা হয়। প্রতিটি দেশের বৃহত্তর সংখ্যক গবেষক আন্তর্জাতিক অঙ্গনে দেশের বৈজ্ঞানিক কর্তৃত্ব তুলে ধরে।এটি লক্ষণীয় যে, সবচেয়ে আলোচিত বিজ্ঞানীদের শীর্ষ এক শতাংশে ইরানি গবেষকের সংখ্যা গত ইরানি ক্যালেন্ডার বছর ১৪০০ সালে (মার্চ ২০২১ থেকে মার্চ ২০২২) ৬৮৫ থেকে বেড়ে চলতি বছরে ৮৪০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আলোচিত বিজ্ঞানীদের শীর্ষ দুই শতাংশ গবেষকের মধ্যে ইরানিদের সংখ্যা গত বছরের যেখানে ১ হাজার ৮৭০ জন ছিল, এবার তা বেড়ে হয়েছে ১ হাজার ৯৪১ জন। ইরানের বৈজ্ঞানিক কর্তৃত্বে ইরানি নারীরাও তাদের ভূমিকা পালন করেছে। সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: