• Dec 7 2023 - 09:05
  • 37
  • : Less than one minute

বিশ্ব স্থাপত্য উৎসবে বিজয়ী ইরানি প্রকল্প

গেল ১ ডিসেম্বর সিঙ্গাপুরের মেরিনা বেতে ঘোষিত ১৬তম বিশ্ব স্থাপত্য উৎসব (ডাব্লিউএএফ) এর বিজয়ী প্রকল্পগুলোর মধ্যে ইরানের সাতটি প্রকল্প রয়েছে।

গেল ১ ডিসেম্বর সিঙ্গাপুরের মেরিনা বেতে ঘোষিত ১৬তম বিশ্ব স্থাপত্য উৎসব (ডাব্লিউএএফ) এর বিজয়ী প্রকল্পগুলোর মধ্যে ইরানের সাতটি প্রকল্প রয়েছে।
 
ইরানের স্থাপত্য কর্মগুলো বিভিন্ন বিভাগের বিজয়ী প্রকল্প হিসেবে নির্বাচিত হয়। এছাড়াও, ৬৮টি দেশের ১৪০ জন বিচারক নিয়ে গঠিত জুরি প্যানেল উপস্থাপিত অত্যন্ত প্রশংসিত তালিকায় ইরানের চারটি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। মেহর নিউজ সোমবার এই খবর দিয়েছে।
 
তেহরানে পার্সিয়ান গার্ডেন স্টুডিওর প্রকল্প ‘ভ্যাস্ট গ্যালারি এবং আর্টিস্ট রেসিডেন্সি’ ইন দ্য কমপ্লিটেড বিল্ডিংস: রেট্রোফিট ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে।
 
১১শ ২০ বর্গমিটার এলাকা নিয়ে তেহরানের ঐতিহাসিক কেন্দ্রে প্রকল্পটি অবস্থিত। ‘ভ্যাস্ট গ্যালারি এবং আর্টিস্ট রেসিডেন্সি’ মূলত ১৯৩০-এর দশকে নির্মিত হয়। এটি তিনটি আবাসিক ফ্লোর এবং পাঁচটি খুচরা দোকান নিয়ে গঠিত। সূত্র: তেহরান টাইমস
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: