বিশ্ব কুস্তিতে স্বর্ণপদক জিতলেন ইরানের আমুজাদ
সার্বিয়ার বেলগ্রেডে ২০২২ সালের বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ৬৫ কেজি ওজনের ফাইনাল ম্যাচে ইরানি ফ্রিস্টাইল কুস্তিগির রহমান আমুজাদ প্রথম স্থান অধিকার করেছেন।
সার্বিয়ার বেলগ্রেডে ২০২২ সালের বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ৬৫ কেজি ওজনের ফাইনাল ম্যাচে ইরানি ফ্রিস্টাইল কুস্তিগির রহমান আমুজাদ প্রথম স্থান অধিকার করেছেন। রোববার সন্ধ্যার এই ম্যাচে আমেরিকার প্রতিপক্ষ জন ডায়াকোমিহালিসকে পরাজিত করে তিনি স্বর্ণপদক ঘরে তোলেন।
আমুজাদ ৬৫ কেজি ওজন ক্যাটাগরিতে ২০২২ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে প্রতিপক্ষকে ১৩-৮-এ পরাজিত করেন।
প্রতিযোগিতার প্রথম রাউন্ডে আমুজাদ দক্ষিণ কোরিয়ার জুন সুক ইউনকে ৮-১ গোলে পরাজিত করেন। পরের রাউন্ডে হাঙ্গেরির ইসমাইল মুসুকায়েভকে ৬-০ গোলে পরাজিত করেন।
সেমিফাইনাল ম্যাচে ইরানি এই ফ্রিস্টাইল কুস্তিগির আজারবাইজান প্রজাতন্ত্রের হাজি আলিয়েভকে ৯-২ গোলে পরাজিত করে ফাইনালে উঠে আসেন।
এর আগে ইরানি কুস্তি দলের কাফেলায় কামরান ঘাসেমপুর প্রথম স্বর্ণপদক লাভ করেন। ইরান ২০২২ ওয়ার্ল্ড ফ্রিস্টাইল রেসলিং চ্যাম্পিয়নশিপে ভাইস-চ্যাম্পিয়ন হয়েছে। সূত্র: মেহর নিউজ।
.