• Aug 18 2024 - 17:30
  • 12
  • : Less than one minute

বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পেতে প্রস্তুত হচ্ছে ইরানের ৩৪ মসজিদ

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় সম্মিলিত সম্পত্তি হিসেবে দেশের ঐতিহাসিক মসজিদগুলোর নাম খোদাই করতে চায় ইরান।

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় সম্মিলিত সম্পত্তি হিসেবে দেশের ঐতিহাসিক মসজিদগুলোর নাম খোদাই করতে চায় ইরান। এসব মসজিদগুলো ইউনেস্কো নিবন্ধনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাতে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বার্তা সংস্থা ইসনা শনিবার জানিয়েছে, এ পর্যন্ত ১২টি প্রদেশ থেকে প্রাথমিকভাবে বাছাই করা ৩৪টি মসজিদ নিয়ে ব্যাপক গবেষণা চলছে এবং ইউনেস্কোতে জমা দেওয়ার জন্য একটি ডসিয়ার (দলিলগুচ্ছ) প্রস্তুত করতে মাঠ জরিপ করা হয়েছে।

‘ইরানি মসজিদ’  প্রকল্প ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে ইরানি মসজিদের মনোনয়নের বিষয়টি তত্ত্বাবধান করছে। প্রকল্পটির ব্যবস্থাপক আব্দুর রাসুল ভাতানদুস্ত বিশাল প্রকল্পটি শুরুর ঘোষণা দিয়ে এটিকে গত ৫০ বছরে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের উদ্যোগ হিসেবে বর্ণনা করেন। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: