বিশ্ব উশুতে ইরানের কর্তৃত্ব- নারী জাতীয় দলের তিনটি স্বর্ণপদক জয়
বিশ্ব চ্যাম্পিয়নশিপের সান্দা বিভাগে তিন ইরানি নারী উশু ক্রীড়াবিদই স্বর্ণপদক জিতেছেন। ব্রাজিলে ১৭তম বিশ্ব উশু চ্যাম্পিয়নশিপে তিন ইরানি নারী সান্দা ক্রীড়াবিদ স্বর্ণপদক জিতেছেন।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের সান্দা বিভাগে তিন ইরানি নারী উশু ক্রীড়াবিদই স্বর্ণপদক জিতেছেন। ব্রাজিলে ১৭তম বিশ্ব উশু চ্যাম্পিয়নশিপে তিন ইরানি নারী সান্দা ক্রীড়াবিদ স্বর্ণপদক জিতেছেন।
পার্সটুডে জানিয়েছে, ৬৫ কেজি ওজন বিভাগে সেদ্দিকি দারয়ি তুরস্কের সোদেনাজ গুলি'র মুখোমুখি হন। ২-০ ব্যবধানে সিদ্দিকি দারয়ি জয়ী হয়ে স্বর্ণপদক পেয়েছেন। দারয়ি মেক্সিকান এবং ইতালীয় খেলোয়াড়কে পরাজিত করে ফাইনালে উঠেছিলেন।
ইরানি উশু নারী ক্রীড়াবিদ সোহেইলা মানসুরিয়ান ৭০ কেজি ওজন বিভাগে চীনের রুইপিং চেনের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতে স্বর্ণপদক পেয়েছেন। মানসুরিয়ান বারমুডান এবং তিউনিসিয়ান যোদ্ধাদের পরাজিত করে ফাইনালে উঠেছিলেন।
৭৫ কেজি ওজন শ্রেণীতে ভারতের শি ওয়ানির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহরবানু মানসুরিয়ান। ২-০ গোলে জিতে মানসুরিয়ান স্বর্ণপদক পান। মানসুরিয়ান মিশরীয় এবং আমেরিকান যোদ্ধাদের পরাজিত করে ফাইনালে উঠেছিলেন।
এটি ছিল বিশ্ব প্রতিযোগিতায় শাহরবানু মানসুরিয়ানের ষষ্ঠ স্বর্ণপদক জয়। এরফলে মানসুরিয়ান নতুন রেকর্ড করেছে। আজ রাতে ১৭তম বিশ্ব উশু চ্যাম্পিয়নশিপ পুরুষদের সান্দা ফাইনালের মাধ্যমে শেষ হবে বলে কথা রয়েছে।#
পার্সটুডে
.