বিশ্বে জেনেটিক কিট উৎপাদনকারী শীর্ষ পাঁচ দেশের মধ্যে ইরান
মার্কিন নিষেধাজ্ঞা দিয়ে অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তি অর্জনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করা সত্ত্বেও দেশটি বিশ্বজুড়ে জেনেটিক কিট উৎপাদনকারী ৫টি দেশের মধ্যে স্থান করে নিয়েছে।
মার্কিন নিষেধাজ্ঞা দিয়ে অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তি অর্জনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করা সত্ত্বেও দেশটি বিশ্বজুড়ে জেনেটিক কিট উৎপাদনকারী ৫টি দেশের মধ্যে স্থান করে নিয়েছে। ইরানের একজন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
ইরানের ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশনের ল্যাবরেটরি বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাসুদ কাদি-পাশা রোববার এক বিবৃতিতে এই তথ্য জানান।
বিবৃতিতে তিনি পশ্চিমের নিষ্ঠুর নিষেধাজ্ঞার দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, নিষেধাজ্ঞা দিয়ে উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে ইরানকে জেনেটিক কিট আমদানিতে বাধা দেয়া হয়েছে। কিন্তু স্বনির্ভরতা লাভে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দীর্ঘ দিনের প্রচেষ্টা সফল হয়েছে। সূত্র: মেহর নিউজ
.