• Jun 1 2023 - 06:12
  • 63
  • : Less than one minute

বিশ্বে ইরানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে

এসেনশিয়াল সায়েন্স ইন্ডিকেটর (ইএসই) ডাটাবেজে শীর্ষ ইরানি বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।

এসেনশিয়াল সায়েন্স ইন্ডিকেটর (ইএসই) ডাটাবেজে শীর্ষ ইরানি বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। গত বছরের (মার্চ ২০২২ থেকে মার্চ ২০২৩) ১১২টি বিশ্ববিদ্যালয় থেকে এই সংখ্যা এ বছর বেড়ে দাঁড়িয়েছে ১১৫টিতে। ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স সাইটেশন সেন্টার (আইএসসি) এই প্রতিবেদন প্রকাশ করেছে।

ইএসআই ডাটাবেজে মৌলিক বিশ্লেষণ এবং মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে উদীয়মান বিজ্ঞানের প্রবণতা প্রকাশ করা হয়। সেইসাথে প্রভাবশালী ব্যক্তি, অ্যাকাডেমিক প্রতিষ্ঠান, কাগজপত্র, জার্নাল, দেশ এবং অঞ্চলের বৈজ্ঞানিক গবেষণার বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষমতা প্রকাশ করা হয়।

ইএসআই ডাটাবেজের সর্বশেষ দ্বি-মাসিক সংস্করণ অনুযায়ী, সব বিষয়ের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের সংখ্যা ৮ হাজার ৫৫৭টি। এই তালিকায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের ১১৫টি বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান রয়েছে।

শীর্ষ ইরানি বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের ১১২টি থেকে এ বছর বেড়ে হয়েছে ১১৫টি।  সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: