• Oct 9 2023 - 11:25
  • 43
  • : Less than one minute

বিশ্বের ৪০টি দেশে ওষুধ রপ্তানি করে ইরান

ইরানের একজন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসা বিজ্ঞান এবং ওষুধ শিল্পের ক্ষেত্রে দেশটির অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন।

ইরানের একজন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসা বিজ্ঞান এবং ওষুধ শিল্পের ক্ষেত্রে দেশটির অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। দেশটি এখন বিশ্বের ৪০টি দেশে উন্নত ওষুধ রপ্তানি করে বলে জানান তিনি।

ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রধান হেইদার মোহাম্মাদি শুক্রবার বলেছেন, ইরানি ওষুধের রপ্তানি তিনগুণ বৃদ্ধির মধ্য দিয়ে প্রতিবেশী দেশগুলির সাথে দেশটির ভাল মিথস্ক্রিয়ার চিত্র ফুটে উঠেছে।

তেহরানে ‘ইরান ফার্মা এক্সপো-২০২৩’ পরিদর্শনের ফাকে বক্তৃতাকালে মোহাম্মাদি বলেন, বাইরের দেশগুলির প্রতিনিধিদের উপস্থিতিতে প্রদর্শনীর আয়োজন অন্যতম সেরা সাফল্য।

উল্লেখ্য, তিন দিনব্যাপী প্রদর্শনীটি পশ্চিম এশীয় অঞ্চলের অন্যতম বৃহত্তম ফার্মাসিউটিক্যাল ইভেন্ট হিসেবে সমাদৃত। ৩০ সেপ্টেম্বর ‘ইরান ফার্মা এক্সপো-২০২৩’এর পর্দা নেমেছে। সূত্র: মেহর নিউজ

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: