বিশ্বের সর্বাপেক্ষা প্রভাবশালী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইরানের ২৭টি
বিশ্বের সর্বাপেক্ষা প্রভাবশালী বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান পেয়েছে ইরানের ২৭টি বিশ্ববিদ্যালয়।
বিশ্বের সর্বাপেক্ষা প্রভাবশালী বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান পেয়েছে ইরানের ২৭টি বিশ্ববিদ্যালয়। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি’এস) পূরণে বিশ্ববিদ্যালয়গুলোর অবদানের উপর ভিত্তি করে এই টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২২ প্রকাশ করা হয়।
ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২২-এ ১১০টি দেশের ১ হাজার ৫২৪টি প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। জাতিসংঘের এসডিজি-এর উপর বিশ্ববিদ্যালয়গুলোর প্রভাবের ভিত্তিতে এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়। প্রতিটি বিশ্ববিদ্যালয়কে গবেষণা, স্টুয়ার্ডশিপ, আউটরিচ এবং শিক্ষার চারটি লক্ষ্যের উপর স্কোর দেওয়া হয়। ইরান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স শীর্ষ ২শ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে, যার র্যাঙ্কিং ৮২তম। এরপর রয়েছে সেমনান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স এবং ইসফাহান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স। ইরানের বিশ্বের প্রভাবশালী পরবর্তী দশটি বিশ্ববিদ্যালয় হচ্ছে, শহীদ বেহেশতি ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স, কোর্দেস্তান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি অব মোহাগেগ আরদাবিলি, আহভাজ জোন্দিশাপুর ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স, কাশান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড হেলথ সার্ভিস, কোর্দেস্তান ইউনিভার্সিটি, শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি, তারবিয়াত মোদাররেস ইউনিভার্সিটি ও তেহরান বিশ্ববিদ্যালয়। ২০২১ টিএইচই ইমপ্যাক্ট র্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে কার্যকর ১ হাজার ১১৫টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭টি ইরানি বিশ্ববিদ্যালয়কে তালিকাভুক্ত করা হয়। সূত্র: তেহরান টাইমস।
.