• Oct 1 2024 - 15:46
  • 36
  • : Less than one minute

বিশ্বের শীর্ষ ২ ভাগ আলোচিত গবেষকদের মধ্যে আড়াই হাজার ইরানি

বিশ্বের সর্বাধিক উদ্ধৃত বিজ্ঞানীদের শীর্ষ ২ শতাংশ গবেষকের মধ্যে স্থান পেয়েছেন ২ হাজার ৫০৩ জন ইরানি।

বিশ্বের সর্বাধিক উদ্ধৃত বিজ্ঞানীদের শীর্ষ ২ শতাংশ গবেষকের মধ্যে স্থান পেয়েছেন ২ হাজার ৫০৩ জন ইরানি। এরআগে ২০২৩ সালে এই তালিকায় ইরান থেকে স্থান পান ১ হাজার ৮৭০ জন গবেষক। আগের বছরের তুলনায় এবার উল্লেখযোগ্যভাবে বেড়েছে আলোচিত ইরানি গবেষকদের সংখ্যা।

এলসেভিয়ারের সরবরাহ করা স্কোপাস ডেটা ব্যবহার করে বিশ্বের শীর্ষ গবেষকদের তালিকা প্রকাশ করেছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি।

শীর্ষ ১ লাখ বিজ্ঞানীর গবেষণা পর্যালোচনা করে সেরা গবেষকদের বাছাই করা হয়েছে।এদিকে, নেচার ইনডেক্স রিসার্চ লিডারস রিপোর্টের ২০২৪ পর্বে ইরানকে বিশ্বব্যাপী গবেষণা নেতাদের মধ্যে ৩২তম স্থান দেওয়া হয়েছে। প্রতিবেদনটি ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত প্রকৃতি সূচক ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: