বিশ্বের শীর্ষ ১ হাজারে ইরানের ২৯ বিশ্ববিদ্যালয়
টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৩-এ বিশ্বের শীর্ষ ১ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে ইরানের ২৯টি বিশ্ববিদ্যালয়।
টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৩-এ বিশ্বের শীর্ষ ১ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে ইরানের ২৯টি বিশ্ববিদ্যালয়। এশিয়ায় চীন, ভারত এবং জাপানের পরে চতুর্থ স্থানে রয়েছে দেশটি।
র্যাঙ্কিংয়ে যথাক্রমে ইরানের পরে রয়েছে সৌদি আরব (১৮), দক্ষিণ কোরিয়া (১৮), তাইওয়ান (১৬), রাশিয়া (১৫), সুইজারল্যান্ড (১৫), পাকিস্তান (১৪), নেদারল্যান্ডস (১৩), মিশর (১৩), ফিনল্যান্ড (১২), বেলজিয়াম (১২) এবং সুইডেন (১১)।
টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৩-এ প্রথম থেকে একাদশ স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (১৫৪), যুক্তরাজ্য (৯৪), চীন (৫৯), ইতালি (৪৯), জার্মানি (৪৯), অস্ট্রেলিয়া (৪৪), ভারত (৩৮), স্পেন (৩৬), ফ্রান্স (৩৬), জাপান (৩৩) এবং কানাডা (৩২)।র্যাঙ্কিংয়ে ১০৪টি দেশ এবং অঞ্চলের ১ হাজার ৭৯৯টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র: তেহরান টাইমস।
.