বিশ্বসেরা গবেষকের তালিকায় ১২ ইরানি
বিশ্ব সেরা গবেষকের তালিকায় স্থান করে নিয়েছেন ১২ জন ইরানি গবেষক। ক্ল্যারিভেট প্রকাশিত উচ্চতর উদ্ধৃত (cited) বার্ষিক গবেষক তালিকা ২০২২ এ তারা স্থান পেয়েছেন।তালিকা মতে, ১২ ইরানি গবেষক উচ্চতর উদ্ধৃত গবেষকদের মধ্যে রয়েছেন। বিশ্বের সকল গবেষকদের মধ্যে তারা ১ হাজার জনের মধ্যে রয়েছেন।
বিশ্লেষকরা বিশ্বজুড়ে এবং অনেক গবেষণা ক্ষেত্র জুড়ে প্রভাবশালী ব্যক্তিদের সনাক্ত করতে পরিমাণগত এবং গুণগত উভয় বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করেন। এই বছর, প্রায় ৭০টি দেশের ৬ হাজার ৯৩৮ জন বিজ্ঞানী এবং সমাজ বিজ্ঞানীকে স্বীকৃতি দেওয়া হয়। উচ্চতর উদ্ধৃত গবেষক তালিকার আগের পর্বে ১৫ জন গবেষক ইরানি প্রতিষ্ঠান থেকে স্থান লাভ করেন। কিন্তু ২০২২ সালের তালিকায় ১২ ইরানি গবেষককে অন্তর্ভুক্ত করা হয়। সূত্র: তেহরান টাইমস
.