বিজয় বার্ষিকীতে বিপ্লবের প্রতি জাতির পরিপূর্ণ সমর্থনের বার্তা ছিল: খামেনেয়ী
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন: বিজয় বার্ষিকীতে জাতি বিপ্লবের প্রতি পরিপূর্ণ ও দৃঢ় সমর্থনের বার্তা দিয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন: বিজয় বার্ষিকীতে জাতি বিপ্লবের প্রতি পরিপূর্ণ ও দৃঢ় সমর্থনের বার্তা দিয়েছে।
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ তাবরিজের হাজার হাজার জনতার সঙ্গে এক বৈঠকে ওই মন্তব্য করেন। আজারবাইজানের জনগণকে ইরানের ঐক্য ও স্বাধীনতার পতাকাবাহী বলে অভিহিত করে তিনি বলেন: এই বাস্তবতা প্রমাণ করছে জাতি বিপ্লবের পথ থেকে বিচ্যুত হয় নি বরং বিপ্লবী আদর্শের প্রতি অবিচল রয়েছে। বিপ্লবী দৃষ্টিভঙ্গি ও জাতীয় ঐক্য অটুট থাকলে উন্নতি ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে। সমস্যা দেখলেই নমনীয় না হয়ে নিজেদের শক্তি-সামর্থ্য ও অর্জনের ওপর আস্থা রেখে সামনে অগ্রসর হলে সাফল্য আসবে বলে মন্তব্য করেন তিনি।
সর্বোচ্চ নেতা আরো বলেন: ইরানি জাতি ক্লান্তিহীন এবং ভয়-ভীতি ও হতাশাহীনভাবে নিজস্ব পরিচয়কে অক্ষুন্ন রেখেছে। কোনোরকম হুমকি, আস্ফালন কিংবা আক্রমণের ভয়ে নিজেদের সম্মান, ব্যক্তিত্বকে জলাঞ্জলি না দিয়ে সঠিক পথে চলা অব্যাহত রেখেছে। সে কারণেই এবারের বিজয় বার্ষিকীতে তারা সারাদেশ জুড়ে রাস্তায় নেমে এসেছে। বিচিত্র প্রেরণা ও উদ্যম নিয়ে অর্থপূর্ণ দৃঢ়তার সঙ্গে আমাদের ঘোরতর শত্রুর বিরুদ্ধে লড়াই করেছে।
সর্বোচ্চ নেতা বলেন: আমেরিকা ও ইহুদিবাদী গণমাধ্যমের সাম্রাজ্য চেষ্টা করছে আমাদের জাতির এই কণ্ঠস্বর যেন অন্যান্য জাতির কানে না পৌঁছাতে পারে। কিন্তু যাদের কানে পৌঁছা দরকার, সেই ইঙ্গো-মার্কিন নীতিনির্ধারণী নেতা এবং তাদের গোয়েন্দা বিভাগের লোকেরা ঠিকই শুনেছে বলে জনাব খামেনেয়ী মন্তব্য করেন।
প্রতিরক্ষা খাতে ইরানের ব্যাপক বিনিয়োগের কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন, শত্রুরা আমাদের ড্রোন উৎপাদনে ভয় পেয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে অথচ অন্যান্য শিল্পখাতে আমাদের অগ্রগতিকে অস্বীকার করছে। আয়াতুল্লাহ খামেনেয়ী আমেরিকা, ইংল্যান্ড ও ফ্রান্সের মতো উন্নত বিশ্বের দেশগুলোর দুর্বলতার প্রতিও ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন এইসব দেশেও দারিদ্র্য, রোগব্যাধি, বৈষম্য এবং সামাজিক ন্যায়বিচারের প্রচণ্ড অভাব রয়েছে।# পার্সটুডে
.