বাশার আসাদের সঙ্গে প্রেসিডেন্ট রায়িসির ফোনালাপ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিরোধ ফ্রন্টের অনুকূলে এবং বলদর্পী শক্তি ও ইহুদিবাদী ইসরাইলের প্রতিকূলে বদলে যাচ্ছে বিশ্ব ব্যবস্থা।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিরোধ ফ্রন্টের অনুকূলে এবং বলদর্পী শক্তি ও ইহুদিবাদী ইসরাইলের প্রতিকূলে বদলে যাচ্ছে বিশ্ব ব্যবস্থা।
গতকাল (রোববার) শেষ বেলায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে ফোনালাপে একথা বলেন ইব্রাহিম রায়িসি। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যখন ইসরাইল নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে এবং দামেস্কের বিরুদ্ধে দফায় দফায় হামলা চালাচ্ছে তখন দুই প্রেসিডেন্ট টেলিফোনে কথা বললেন।
প্রেসিডেন্ট রায়িসি বলেন, ইসরাইলের অপরাধযজ্ঞ হচ্ছে তাদের দুর্বলতার লক্ষণ এবং প্রতিরোধ ফ্রন্টের ভবিষ্যত উজ্জ্বল।
গত মঙ্গলবার ইহুদিবাদী ইসরাইলের সেনারা ভারী অস্ত্র সজ্জিত হয়ে পবিত্র আল-আকসা মসজিদে রোজাদার মুসল্লিদের ওপর হামলা চালায় এবং তাদের ওপর টিয়ারগ্যাস ও স্টান গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এছাড়া, রাবার কোটেড স্টিল বুলেটও ব্যবহার করে ইহুদিবাদী বাহিনী। এরপর থেকে ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলোর মধ্যে উত্তেজনা চরমে উঠেছে।
ইসরাইলের এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ইসরাইলে কয়েকটি রকেট ছোড়ে। এরপর বৃহস্পতিবার দক্ষিণ লেবানন থেকে ইসরাইল অভিমুখে অন্তত ত্রিশটি রকেট ছোড়া হয়। জবাবে ইসরাইল গাজা এবং লেবাননে সীমিত মাত্রায় বিমান হামলা চালালেও বড় কোনো সংঘাতে যায়নি।
গতকালের টেলিফোনালাপের সময় প্রেসিডেন্ট রায়িসি সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর ওপর গুরুত্বারোপ করেন।
ফোনালাপে প্রেসিডেন্ট বাশার আসাদ বলেন, গত চার দশক ধরে ইরান ও সিরিয়া সফলতার সঙ্গে অভিন্ন শত্রুদেরকে প্রতিরোধ করে আসছে। তিনি আরো বলেন, ইসরাইলের পতনের লক্ষণগুলো স্পষ্ট হয়ে উঠছে এবং এটি হচ্ছে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধের ফল।#
পার্সটুডে
.