• Jul 9 2024 - 18:57
  • 20
  • : Less than one minute

বছরের শেষ নাগাদ ১৭ লাখ গাড়ি উৎপাদন করবে ইরান

ইরানের শিল্পমন্ত্রী আব্বাস আলিয়াবাদি বলেছেন, ২০২৫ সালের ২০ মার্চ পর্যন্ত অর্থাৎ চলতি ইরানি ক্যালেন্ডার বছরের শেষ নাগাদ তার দেশে গাড়ির উৎপাদন ১৭ লাখ ইউনিটে পৌঁছাবে।

ইরানের শিল্পমন্ত্রী আব্বাস আলিয়াবাদি বলেছেন, ২০২৫ সালের ২০ মার্চ পর্যন্ত অর্থাৎ চলতি ইরানি ক্যালেন্ডার বছরের শেষ নাগাদ তার দেশে গাড়ির উৎপাদন ১৭ লাখ ইউনিটে পৌঁছাবে।
আলিয়াবাদি সোমবার বলেন, ইরানের অটো নির্মাতা কোম্পানিগুলি ২০২৪ সালের মার্চ পর্যন্ত গত ইরানি ক্যালেন্ডার বছরে মোট ১৩ লাখ ৩৫ হাজার গাড়ি তৈরি করে।

তিনি বলেন, অভ্যন্তরীণ গাড়ি উৎপাদনের ক্রমাগত প্রবৃদ্ধির ফলে ইরান বার্ষিক উৎপাদিত গাড়ির সংখ্যার উপর ভিত্তি করে বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে দুই বছরে ১৮তম থেকে উন্নীত হয়ে ১৬তম স্থানে অবস্থান করছে। মন্ত্রী বলেন, এই বছর উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হলে ইরান বিশ্বের ১৫তম বৃহৎ গাড়ি উৎপাদনকারী দেশে পরিণত হবে। সূত্র- মেহর নিউজ

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: