• Aug 25 2022 - 13:05
  • 93
  • : Less than one minute

বছরের শেষ নাগাদ মহাকাশে কয়েকটি স্যাটেলাইট পাঠাবে ইরান

মহাকাশ কর্মসূচির ক্ষেত্রে ইরানের কৃতিত্বকে স্বাগত জানিয়ে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, চলতি ইরানি বছরের শেষ নাগাদ বেশ কয়েকটি উপগ্রহ এবং স্যাটেলাইট বাহক মহাকাশে পাঠানোর কথা রয়েছে।

মহাকাশ কর্মসূচির ক্ষেত্রে ইরানের কৃতিত্বকে স্বাগত জানিয়ে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, চলতি ইরানি বছরের শেষ নাগাদ বেশ কয়েকটি উপগ্রহ এবং স্যাটেলাইট বাহক মহাকাশে পাঠানোর কথা রয়েছে।
 
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার-জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি সোমবার রাতে সরকারি সপ্তাহ (২৪ থেকে ৩০ আগস্ট) উপলক্ষে এই মন্তব্য করেন।
জেনারেল আশতিয়ানি বিমান প্রতিরক্ষা ও মহাকাশ কর্মসূচির ক্ষেত্রে ইরানের অর্জনের কথা উল্লেখ করে বলেন, ‘ইরান উপযুক্ত বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং রাডার সরঞ্জাম দিয়ে শত্রুর হুমকির জবাব দিতে সক্ষম।ইরানের প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে আরও বলেন, ‘আমরা এমন সরঞ্জাম এবং অস্ত্র অর্জনের পরিকল্পনা করছি যা আমাদের সম্পূর্ণ আশ্বাস দেয়, কেউ দেশটিকে হুমকি দিতে এবং তাদের হুমকি বাস্তবায়ন করতে পারবে না।’ সূত্র: মেহর নিউজ।
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: